সেনাবাহিনী এমওডিসি তে সৈনিক পদে চাকরির খবর ২০২১ইং
বাংলাদেশ সেনাবাহিনী যারা এমওডিসি পদে যোগদান করতে ইচ্ছুক তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই পোষ্টটিতে । ধৈর্য্য সহকারে পুরো পোষ্টটি পড়ুন কেননা এই পোষ্টটিতে খুবই গুরুত্বপূর্ন টিপস এবং ট্রিকস দেয়া হয়েছে । যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । এমওডিসি চাকরির খবর ২০২১ইং সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে চাকরি । এমওডিসি পদে চাকরির আবেদন করার পূর্বে আমাদেরকে অবশ্যই এমওডিসির পূর্নরুপটি ভালভাবে জানতে হবে । বাংলাদেশের তিন বাহিনী যেমন, সেনাবাহিনী,নৌবাহিনী,বিমানবাহিনী । প্রত্যেক বাহিনীতেই এমওডিসি পদ আছে,যাদের এমওডিসি এর পূর্নরুপ হচ্ছে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) । MOCD-ministry of defense constabulary. সেনাবাহিনী এমওডিসি দের কাজ হলো ক্যান্টনমেন্ট গার্ড দেয়া । এমওডিসি মূলত ঘাঁটির বিভিন্ন গেট সমূহে ডিউটি করার জন্য নিয়োগ করা হয়।এতে খুব কম সংখ্যক মিশন পেয়ে থাকে।তবে,এমওডিসি হিসেবে একজন সৈনিকের মত অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে ।
এমওডিসিতে সৈনিক পদে চাকরির খবর
আগামী ১৭ জানুয়ারী ২০২১ তারিখ হতে ২১ জানুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস জেলা কোটা অনুযায়ী এমওডিসি’তে ৬৩ জন জিডি পেশায় এবং ২ জন ড্রাইভার পেশায় সৈনিক পদে লোক ভর্তি করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এমওডিসি (MODC) Chakrir Khobor 2021
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
বিভাগের নাম: মিনিস্ট্রি অব ডিফেন্স কন্সটেবলারি (এমওডিসি)
MODC Job Circular 2021
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.০০ থাকতে হবে । বয়স: ২৮ ফেব্র্রুয়ারী ২০২১ তারিখে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে(এফিডেভিট গ্রহনযোগ্য নয় ) ড্রাইভার পেশার প্রার্থীদের অবশ্যই বিএআরটিএ হতে মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গাড়ী চালনায় পারদর্শী হতে হবে । গাড়ি চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগনকে অগ্রাধিকার দেয়া হবে ।
এমওডিসিতে সৈনিক নিয়োগ ২০২১ইং
শারীরিক যোগ্যতা : উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ চশমা ছাড়া । স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে । প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে ।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়) ।
এমওডিসিতে চাকরির খবর ২০২১ইং
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুনে এখানে:
সেনাবাহিনী এমওডিসি তে চাকরি
নির্বাচন পদ্ধতি :
শারীরিক সক্ষমতা এবং লিখিত পরীক্ষা, চুড়ান্ত ডাক্তারী পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ভর্তির স্থান,তারিখ ও সময়: এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস,রাজেন্দ্রপুর সেনানিবাস,গাজীপুরে নিম্ন পদ্ধতি মোতাবেক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ।
Ministry of Defense Constabulary Job Circular 2021
প্রশিক্ষণ: এমওডিসি সেন্টার কর্তৃক ২৪(চব্বিশ) সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ গ্রহন করতে হবে । উক্ত প্রশিক্ষণ আগামী ২৮ ফেব্র্রুয়ারী ২০২১ইং তারিখ হতে শুরু হবে ।
army MODC Job Circular 2021
ভর্তির সময় নিম্নবর্নিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে ।
(ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং মার্কশীট ( ACADEMIC TRANSCRIPT ) । ফটোকপি হলে গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে । তবে প্রশিক্ষণে যোগদানের পূর্বে মূল সনদপত্র ও মার্কশীট জমা করতে হবে ।
(খ) সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূলকপি ।
(গ) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র ।
(ঘ) অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত ।
Chakrir Khobor 2021
(ঙ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৮(আট) কপি এবং স্ট্যাম্প সাইজের ০২ (দুই) কপি রঙ্গীন ছবি ।
(চ) লিখিত পরীক্ষার জন্য কলম,পেন্সিল,স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিতে হবে ।
(ছ) ড্রাইভার পেশার ক্ষেত্রে লাইসেন্স এর কপি ।
(জ) এবং অনলাইন আবেদনের প্রবেশপত্র ।
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি)
এমওডিসি অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি: http://modc.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে ।
এমওডিসি চাকরি আবেদনের শুরুর তারিখ ও সময়: ১৭ জানুয়ারী ২০২১ইং তারিখ সকাল ১০.০০টা হতে
এমওডিসি চাকরি আবেদনে শেষ তারিখ ও সময়: ২১ জানুয়ারী ২০২১ইং তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত ।
এমওডিসি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
ভর্তি কার্যক্রম ও জেলা কোটা নির্ধারণ: জেলা কোটা অনুযায়ী বরাদ্দকৃত আসন নিয়ে প্রদত্ত হলে উল্লেখ্য যে, শুধুমাত্র ০২ টি , একটি (ড্রাইভার) পেশার জন্য দেশের যে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে । ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট(TTTI) হতে প্রশিক্ষণ প্রাপ্ত চালকদের অগ্রাধিকার দেয়া হবে ।
এমওডিসি কাজ কি
সেনাবাহিনী এমওডিসি দের কাজ হলো ক্যান্টনমেন্ট গার্ড দেয়া । এমওডিসি মূলত ঘাঁটির বিভিন্ন গেট সমূহে ডিউটি করার জন্য নিয়োগ করা হয়।এতে খুব কম সংখ্যক মিশন পেয়ে থাকে।তবে,এমওডিসি হিসেবে একজন সৈনিকের মত অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে । রেশন ভাতা থেকে শুরু করে সকল প্রকার সুবিধা পেয়ে থাকেন । যেমন , বিমান বাহিনীতে ক্ষেত্রে মিনিষ্ট্রি অফ ডিফেন্স কন্সটেবলারি (MODC) এর কাজ হলো বিমান বাহিনীর বিমান ঘাটিঁর গেটে ডিউটি করা । সহজভাবে বলতে গেলে MODC এর মূল কাজ হলো সিকিউরিটি গার্ড বা বিমান বাহিনীর বিভিন্ন ক্ষেত্র পাহারা দেয়ার মতো ।
এমওডিসি চাকরির পরীক্ষা
সেনাবাহিনীর মিনিষ্ট্রি অফ ডিফেন্স কন্সটেবলারি (MODC)পরীক্ষায় লিখিত পরীক্ষা ৫০ মার্কের হয়ে থাকে । এর মধ্যে বাংলা ২৫ এবং ইংরেজী ২৫ মার্কের নেয়া হয় । পরীক্ষায় মূলত ক্লাস Nine এবং ক্লাস Ten এর বিষয় সংক্রান্ত বেশি ভাগ ফলো করা হয়ে থাকে এবং সাধারন জ্ঞান থেকেও প্রশ্নপত্র করা হয় । গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন তিন বাহিনীর বিমান,সেনা এবং নৌ বাহিনী সংক্রান্ত যাবতীয় বিষয়ে প্রশ্নপত্র সাজানো হয়ে থাকে এমওডিসি চাকরি পরীক্ষায় ।
সেনাবহিনী এমওডিসি চাকরি খবর ২০২১ইং
বিমানবাহিনী এমওডিসি চাকরির খবর ২০২১ইং
নৌবাহিনী এমওডিসি চাকরির খবর ২০২১ইং
এমওডিসি নিয়োগ
এমওডিসি সৈনিক পদে চাকরির খবর
Ministry of Defense Constabulary
modc teletalk bd
modc Chakrir Khobor
MODC Chakrir Niog 2021
Saptahik Chakrir Khobor
MODC New Job Circular 2021
What is MODC
MODC Exam Tips
নতুন চাকরির খবর
প্রতি সপ্তাহের নতুন নতুন চাকরির খবর সবার আগে জানতেে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন । এখানে সকল সরকারি,বেসরকারিএনজিও,কোম্পানি সহ চাকরির খবর বিস্তারিত ভাবে পোস্ট করে থাকি । প্রতিদিনের চাকরির খবর দেখতে আমাদের ক্যাটাগরি লক্ষ্য করুন Job.kaziitzone.com এর সঙ্গে থাকুন ।
Job Discuss Today
Modc chakrir khobor
Tnx
Thanks for the job news
chakrir Khobor deyar jnno thanks vai…
ধন্যবাদ আমাদের চাকরির খবর ওয়েবসাইটে আসার জন্য