কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরির খবর ২০২১ইং
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি২০২১ সম্প্রতি ১৫ টি পদে মোট ৫৩৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরির খবর অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ । প্রতিটি পদে আবেদনের জন্য,আবেদনের যোগ্যতা,বয়সসীমা,ও অভিজ্ঞতা আলাদা আলাদা । পদভেদে আবেদনের যোগ্যতা,বয়সসীমা,অভিজ্ঞতা জানা যাবে বিজ্ঞপ্তিটিতে, নিচে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন । উক্ত পদগুলোর জন্য আবেদন শুরু ১০ জানুয়ারী থেকে । আবেদন করা যাবে এ মাসের শেষ দিন পর্যন্ত অথ্যাৎ৩১-০১-২০২১ পর্যন্ত । প্রার্থীরা আবেদন করতে পারেন এখনি নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে । আবেদন করার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন job.kaziitzone.com । এখানে সকল প্রকার চাকরির খবর এর নিয়মাবলি সহ বিস্তারিত দেখতে পারবেন ।
কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরির বিশাল নিয়োগ
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যমান ৬৪ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং সদ্য চালুকৃত ২৫ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাজস্বখাতে শূন্য পদসমূহে সম্পুর্ন অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে নিম্নবর্নিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে ।
চাকরির খবর ২০২১ইং
পদের নাম ও পদসংখ্যা
- ধর্ম শিক্ষক ( ইসলাম ধর্ম ) – ৫৫
- লাইব্রেরিয়ান – ২৩
- লাইব্রেরিয়ান – ১৫
- হিসাবরক্ষক – ০৯
- ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট – ০৯
- এলডিএ কাম স্টোরকিপার – ২৫
- সহকারী কাম স্টোরকিপার – ১০
- অফিস সহকারী কাম স্টোরকিপার – ১৭
- এলডিএ কাম টাইপিস্ট – ০১
- সহকারী কাম টাইপিস্ট – ০৫
- কেয়ারটেকার – ২৩
- ক্রাফট ইন্সট্রাক্টর ( সপ )- ৩৯
- ক্রাফট ইন্সট্রাক্টর ( ল্যাব ) – ০৮
- অফিস সহায়ক – ২২৪
- অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী – ৭০
Technical Education Job Circular
আবেদনের নিয়মাবলি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dtev.teletalk.com.bd/ ওয়েবসাইট হতে আবেদনপত্র পূরণ করে আগামী ৩১-০১-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন । কারিগরি শিক্ষা অধিদপ্তরের যেকোনো পদের জন্য Online-এ আবেদন করতে চাইলে অবশ্যই ১০ জানুয়ারী ২০২১ সকাল ১০ টা থেকে ৩১ জানুয়ারী ২০২১, সন্ধা ৬ টা পর্যন্ত আবেদন করতে হবে । Application Form Submit করার পর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে । অন্যথায় আবেদন গ্রহনযোগ্য হবে না ।
DTE Job Circular
প্রার্থীর বয়সসীমা
সাধারন প্রার্থীদের ক্ষেত্রে ০৭-০১-২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে । বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর হতে হবে । বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহনযোগ্য হবে না ।
Directorate of Technical Education Job Circular
আবেদনের যোগ্যতা
কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরির খবর ২০২১ইং অনুযায়ী প্রতিটি ভিন্ন পদের যোগ্যতা,বয়সসীমা ও অভিজ্ঞতা ভিন্ন ধরনের । পদভেদে আবেদনের যোগ্যতা ও বয়সসীমা অভিজ্ঞতা, নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে নিচের PDF লিংক এ ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন । বিজ্ঞপ্তিটি দেখুন এখানে..
techedu job circular
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি PDF ডাউনলোড
DTEV Job Circular
আবেদন ফি
পদভেদে আবেদন ফি চার্জসহ ১১২/- টাকা এবং ৫৬/- টাকা । বর্ণিত পদের ১ থেকে ১৩ নং পদের জন্য টেলিটক চার্জসহ ১১২/- টাকা এবং ১৪ থেকে ১৫ নং পদের জন্য টেলিটক চার্জসহ ৫৬/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে । কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়ার ওয়েবসাইট techedu.gov.bd
DTE Jobs 2021
কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৫৩৩ জনের চাকরির সুযোগ । আগ্রহী যোগ্য প্রার্থীরা এখান থেকে আবেদন প্রক্রিয়াটি সফল করতে পারবেন ।অনলাইনে আবেদন করতে নিচের APPLY NOW বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পুর্ন করুন ।
Directorate of Technical Education Job Circular 2021
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চাকরির খবর
কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরি ২০২১
কারিগরি শিক্ষক নিয়োগ
Technical Education Job Circular 2021
এছাড়াও থাকছে প্রতি সপ্তাহের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ,যেখানে সকল চাকরি থেকে সেরা সেরা চাকরির খবর ,বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি,বাংলাদেশ পুলিশ,বাংলাদেশ নৌবাহিনী চাকরি,বিমান বাহিনী সহ এবং আবেদন করার কৌশল পোস্ট করা হয়ে থাকে । চাকরির খবর,চাকরির ডাক,সাপ্তাহিক চাকরির খবর,সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা,Chakrir Niyog Biggopti, অতপর প্রত্যেক সপ্তাহের চাকরির আপডেট সংবাদ ও চাকরির পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র, অনলাইন আবেদনের নিয়মাবলি, চাকরির সিট প্লান, চাকরির স্থানসহ বিস্তারিত জবস্ কাজী আইটি জোন জানতে পারবেন ।
চাকরির খবরগুলো জানতে আমাদের চাকরির ক্যাটাগরি ফলো করুন ।
Job Discuss Today
Thanks