AnsarVDP Job Circular 2020
আনসার বাহিনীতে চাকরি
পদের নাম, বেতন স্কেল |
পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|
সাধারণ আনসার(পুরুষ) বেতন-দেয়া নাই |
দেয়া নাই | ন্যূনতম জেএসসি পাশ । শারীরিক যোগ্যতাঃ উচ্চতা-সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি,বুকের মাপ- ৩০/৩২ ইঞ্চি । দৃষ্টি শক্তি-৬/৬ । কোন দূরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই এ নির্বাচন করা হবে না । অধিক উচ্চতা,শহীদ পরিবার,ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার । |
বয়সঃ ০৯/১১/২০২০ ইং তারিখে ১৮ বছর এবং ২৫/১১/২০২০ তারিখে ৩০ বছর ।
জাতীয়তাঃ বাংলাদেশী ।
আবেদনের নিয়মাবলী ও শর্তাবলীঃ
(১) AnsarVDP Job Circular 2020 অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতিঃ ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যেকোন অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd এ সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষনের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে । উক্ত লিংকটি ০৯/১১/২০ খ্রিঃ তারিখ রাত ১২ ঘটিকা হতে সক্রিয় হয়ে ২৫/১১/২০২০ তারিখ রাত ১২ টা পর্যন্ত সক্রিয় থাকবে ।
(২) অনলাইনে রেজিস্ট্রেশকালীন ফি বাবদ ২০০/- টাকা অন-লাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিকাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফেরতযোগ্য । আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭, ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যোগাযোগ করতে হবে ।
Bangladesh Ansar and VDP Recruitment
যাচাই বাছায়ে অংশগ্রহনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
(ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ।
(খ) জাতীয় পরিচয়পত্রে মূল কপি ।
(গ) চারিত্রিক সনদপত্রের মূল কপি ।
(ঘ) নাগরিকত্ব সনদের মূল কপি ।
(ঙ) অন-লাইন রেজিস্ট্রশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূলকপি ।
(চ) ক থেকে ঙ পর্যন্ত ডকুমেন্টের ফটোকপি যা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ।
(ছ) সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি ।
(জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের জন্য কলম,পেন্সিল,স্কেল,ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে ।
আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে । চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষন গ্রহন করতে হবে । এবং প্রশিক্ষন কোর্স পূর্ন মেয়াদে আনসার ভিডিপি একাডেমী প্রার্থীদের উপরউল্লিখিত যোগ্যতা থাকতে হবে । বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সংশ্লিষ্ট জেলা আনসার ভিডিপি কার্যালয়ে । অনলাইনে আবেদন করতে চাইলে এখনি Apply Now বাটনে ক্লিক করুন ।
Job Discuss Today
Thanks jobs lover in Bangladesh, ansar vdp job circular
চাকরির খবরের জন্য ধন্যবাদ।
Thanks for the job news
[…] বিস্তারিত দেখতে ভিজিট করুন : http://www.ansarvdp.gov.bd […]
ধন্যবাদ। চাকরির সার্কুলারের সংবাদ দেওয়ার জন্য