Army sainik job circular 2020- join Bangladesh Army
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি
সৈনিক পদে যোগদিন
এসএমএস ও অনলাইনে আবেদনের শুরুর তারিখ ১ ডিসেম্বর ২০২০ শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ ।
আগামী ২১ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের কার্য্ক্রম অনুষ্ঠিত হবে । সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য নিম্নরুপঃ
=>(ক) সাধারণ ট্রেড (জিডি),বিএনসিসি( BNCC) ,এবং সেনাসন্তান (ss) পুরুষ ও মহিলাঃ
যোগ্যতাঃ বয়সঃ ০৬ ফেব্র্রুয়ারী ২০২২ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ এর বেশি হবে না । (এফিডেভিট গ্রহনযোগ্য না )
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.০০ পেয়ে উর্ত্তীর্ণ । বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার ।
=>(খ) টেকনিক্যাল ট্রেডঃ যোগ্যতাঃ বয়সঃ ০৬ ফেব্র্রুয়ারী ২০২২ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ এর বেশি হবে না । (এফিডেভিট গ্রহনযোগ্য না ) কেবলমাত্র ড্রাইভার ট্রেডের জন্য ১৮ এর কম ২০ এর বেশি হবে না । (এফিডেভিট গ্রহনযোগ্য না )
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ভোকেশনাল হতে কারিগরি শিক্ষা সংশ্লিষ্ঠ বিষয়ে কমপক্ষে ৩.০০ পেয়ে উত্তীর্ণ । এসএসসি/মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত পরীক্ষায় বিজ্ঞান হতে কমপক্ষে জিপিএ-৩.০০ পেয়ে উর্ত্তীর্ণ । কারিগরি শিক্ষা্বার্ড কর্তৃক অনুমোদিত সংশ্লিষ্ঠ ট্রেডে ৬ মাস মেয়াদি ট্রেড কোর্সে যোগ্য । বিজ্ঞান বিভাগ / ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ।
- ট্রোস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট TTTI হতে ট্রেড কোর্স সম্পন্ন পুরুষ ও মহিলা প্রার্থীগন এবং টেকনিক্যাল ট্রেডে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।
সেনাবাহিনীতে যোগদিন
শারীরিক যোগ্যতাঃ পুরুষঃ
উচ্চতা-৫ ফুট ৬ ইঞ্চি । বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ও অন্যন্য সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি ।
ওজন- ৪৯.৯০ কেজি ( ১১০ পাউন্ড)
বুক- স্বাভাবিক-৩০ ইঞ্চি ) ও প্রসারন – ৩২ ইঞ্চি ।
শারীরিক যোগ্যতাঃ মহিলাঃ
উচ্চতা- ৫ ফুট ৩ ইঞ্চি । বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ও অন্যন্য সম্প্রদায়ের জন্য ৫ ফুট ১ ইঞ্চি ।
ওজন- ৪৭ কেজি ( ১০৪ পাউন্ড ) ।
বুক- স্বাভাবিক- ২৮ ইঞ্চি ও প্রসারন –৩০ ইঞ্চি ।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত ( তালাকপ্রাপ্ত নয় ) ।
জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ।
Army sainik job circular 2020
অনলাইনে আবেদনের পদ্ধতিঃ
(১) ১ ডিসেম্বর ২০২০ তারিখ হতে অনলাইনে আবেদন করা যাবে ।
(২) বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি আবেদনকারী প্রার্থীগণকে http://sainik.teletalk.com.bd/ওয়েবসাইটে প্রবেশ করে উল্লেখিত পদে আবেদন করতে হবে ।
(৩) Army job circular 2020 আবেদনকারী প্রার্থীগণ টেলিটক , Trust Bank,t-cash,VISA/Master Card,bKash,Rocket ইত্যাদির মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে ।
আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরন করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষনিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায় ।
(৪) অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নাম্বারে ( +৮৮০১৭১৩১৬১৯৭৯ ) সরাসরি যোগাযোগ করুন ।
নির্বাচন পদ্ধতিঃ
(৫) প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচনীতে যোগ্য ।
(৬) লিখিত পরীক্ষাঃ প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার তারিখ ও সময় http://sainik.teletalk.com.bd/ওয়েবসাইটে প্রকাশ করা হবে ।
(৭) চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাঃ আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করতে হবে ।
(৮) চুড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদানঃ স্বাস্থ্য পরীক্ষায় চুড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর,এজির শাখা (পিএ পরিদপ্তর ) কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে ।
(৯) Army sainik job circular 2020 . সাাঁতার জানা অত্যাবশ্যক (নূন্যতম ৫০ মিটার) ।
বিঃদ্রঃ ২০২০ সালের নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীগণ ও আবেদন করতে পারবেন । তবে এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ ৫.০০/সমমান থাকতে হবে ।
এখনি আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন ।
Job Discuss Today
Leave a Reply