বিজিবিতে সিপাহী পদে চাকরির খবর ২০২১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি সুশৃঙ্খল, সাহসী এবং কিংবদন্তি বাহিনী। বাংলাদেশ সীমান্তের সুরক্ষা, সন্ত্রাস বিরোধী এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে অপারেশন, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সকল সীমান্তে অপরাধ ও অভ্যন্তরীণ নিরাপত্তা রোধে বিজিবিকে “সীমান্তের সর্বদা সচেতন” হিসাবে পরিচিত করা হয় । বিজিবিতে সিপাহী পদে চাকরি প্রকাশিত হয়েছে ৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে। বরাবরের মতই বর্ডার গার্ড বাংলাদেশ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট www.bgb.gov.bd-এ । বিজিবিতে চাকরি ২০২১ অনুযায়ী জনবল নিয়োগ করা হবে। যেখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বিজিবি জব সার্কুলার ২০২১ অনুযায়ী কিছু যোগ্যতা থাকতে হবে এবং নিয়ম-কানুন সম্পর্কে হবে। এই পোস্টের মাধ্যমে আজ আমরা এসব বিষয়েও জানবো। আজকের চাকরির খবর , প্রতিদিনের চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর, নতুন নতুন চাকরির খবর সবার আগে দেখতে Kazi Job আমাদের ওয়েবসাইট job.kaziitzone.com ভিজিট করুন ।
বর্ডার গার্ড বাংলাদেশ জিডি পদে চাকরির জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে। আবেদন করা যাবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজিবির ওয়েবসাইটে। http://www.bgb.gov.bd–তে আবেদনের নিয়ম ও চাকরির বিস্তারিত পাওয়া যাবে। নিচে দেখুন বিস্তারিতঃ
বিজিবি সিপাহী পদে চাকরির ডাক
জেলা কোটাঃ সকল জেলাসমূহ হতে সিপাহী(জিডি) পদে নারী-পুরুষ প্রার্থী ভর্তি করা হবে । ভর্তি কোটার সংখ্যা সীমিত ।
BGB Job Circular 2021
BGB Job News 2021
BGB New Job Circular 2021
বর্ডার গার্ড বাংলাদেশ জিডি পদে চাকরি
বিজিবি নতুন নিয়োগ
Border Guard Bangladesh (BGB) Job Circular
শারীরিক যোগ্যতা:
উচ্চতা:
পুরুষ: প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৬৭৬ মিটার (৫’ – ৬”)। উপজাতীর ক্ষেত্রে (৫’ – ৪”)
মহিলা: প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫৭৪ মিটার (৫’ – ২”)। উপজাতীর ক্ষেত্রে (৫’ – ০”)
বিজিবি জব সার্কুলার ২০২১
ওজন:
পুরুষ: প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫কেজি (১১০ পাউন্ড) । উপজাতীর ক্ষেত্রে (১০৪ পাউন্ড)
মহিলা: প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। উপজাতীর ক্ষেত্রে (৯৬ পাউন্ড)
বিজিবিতে চাকরি
বুকের মাপ:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে: ৮১.২৮ – ৮৬.৩৪ সেঃ মিঃ (৩২” – ৩৪”)। উপজাতীর ক্ষেত্রে ৩০” – ৩২”
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে: ৭১.১২ – ৭৬.২০ সেঃ মিঃ (২৮” – ৩০”)
দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।
BGB চাকরির খবর ২০২১
বৈবাহিক অবস্থা: অবিবাহিত। (তালাকপ্রাপ্ত গ্রহনযোগ্য নয়)
ভর্তির স্থান ও তারিখ: রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস (SMS) এর মাধ্যমে জানানাে হবে।
রেজিস্ট্রেশনের নিয়ম:
টেলিটক মােবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন
করতে হবে। তারিখ ০৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ১০০০ ঘটিকা হতে ১৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত ইংরেজিতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন।
বিজিবি চাকরির বিজ্ঞপ্তি ২০২১
আবেদন ফিঃ ১৫০/- টাকা (চার্জসহ ১৬০/-)
বয়সঃ ১৮ – ৩০ বছর (সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে)
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.bgb.gov.bd
আবেদন শুরুঃ ০৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ১০০০ ঘটিকা হতে
আবেদন শেষঃ ১৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত
বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুুন:
Border Guard Bangladesh (BGB) Civil Job Circular
প্রথমে মােবাইলের মেসেজ অপশনে গিয়ে
BGB<space>HSC PASS YEAR<space>HSC Board Keyword<space>HSC Roll<space>SSC Pass Year<space>SSC Board Keyword<space>SSC
Roll<spaces>Home District Code<space-Upozilla Name পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। প্রত্যক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
এসএমএসে পাঠানাে তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি এসএমএসে একটি পিন (PIN) প্রাপ্ত পিন নম্বরসহ
BGB<space>YES<space>PIN Number<space>Contact Mobile Number
লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
দ্বিতীয় এসএমএস পাঠানাের সময় মােবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জসহ মােট ১৬০ টাকা ব্যালেন্স থাকতে হবে। আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস পাঠানাে হবে।রেজিস্ট্রেশন নম্বরসহ এসএমএসটি সংরক্ষণ করতে হবে।
বর্ডার গার্ড সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
চাকরির খবর ২০২১ইং বিজ্ঞপ্তি নতুন সেরা চাকরির খবর । লক্ষাধিক বেকারদের জন্য চাকরির খবর । যারা চাকরির খোঁজ করে থাকেন তাদের সুবিধার জন্য এই সাইটে বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি । সাম্প্রতিক সব চাকরির সার্কুলার পাবেন । আমাদের আরো চাকরির খবর দেখুন ।
Job Discuss Today
BGB abar cirular dica..? ata ki new..?
সামনে ২০২১ সালে বিজিপি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হবে কাজী জবস এর সঙ্গে থাকুন
ktojon nibe vaiya…?
চাকরির খবরে বিস্তারিত দেওয়া আছে
বিজিবি সার্কুলার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ…সব বাহিনীর খবরগুলো সবার আগে চাই..?
বিজিবি সার্কুলার পড়াড় জন্য আপনাকে ধন্যবাদ।
BGB Job circular deyar jnno tnx…
good jobs…..tnx.. kazi job
ভালো চাকরির খবর
Border Guard Bangladesh (BGB) Civil Job Circular carle sobar age jno pai…?
Border Guard Bangladesh (BGB) Civil Job Circular chakrir khobor porar jonno Thanks
বিজিবিতে সিপাহী পদে চাকরি এবার দাড়াবো ভাইয়া..দোয়া করবেন …ধন্যবাদ
ইনশাল্লাহ্ দোয়া রইলো। BGP job circular
নৌ বাহিনীর নতুন চাকরির খবরটা কোথায় পাব আপনার সাইটে..?
নৌ বাহিনীর, বিমান বাহিনী, সেনাবাহিনী (সৈনিক) নতুন চাকরির খবর Job.kaziITzone পাবেন। ধন্যবাদ