bncc Job Circular 2020
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটে চাকরি-(BNCC)
পদ সংখ্যা-৪২ জন
পদের নাম, বেতন |
পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|
সুপারিনটেনডেন্ট ১১,৩০০-২৭,৩০০/- |
২ জন | স্নাতক বা সমমানের ডিগ্রি ; অফিসে ০৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে । |
অফিস সহকারি ৯,৩০০-২২,৪৯০/- |
১৪ জন | উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । |
ড্রাইভার ৯,৩০০-২২,৪৯০/- |
৪ জন | ৮ম শ্রেনী পাশ;বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনার কাজে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা । |
অফিস সহায়ক ৮,২৫০-২০০১০/- |
৮ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । |
মালী ৮,২৫০-২০০১০/- |
৩ জন | ৬ষ্ঠ শ্রেনী পাশ; এবং বাগান তৈরী ও রক্ষনাবেক্ষনের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার । |
নিরাপত্তা প্রহরী ৮,২৫০-২০,০১০/- |
৮ জন | ৬ষ্ঠ শ্রেনী পাশ; নিরাপত্তা প্রহরী হিসাবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে । |
পরিচ্ছন্নতাকর্মী ৮,২৫০-২০,০১০/- |
৩ জন | অক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে । |
(২) মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র /সনদ এর মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি ১ সেট দাখিল করতে হবে । আবেদনের প্রিন্ট কপিসহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে ।
(৩) ফরম পূরণ,জমাদানের অন্যন্য প্রযোজ্য ও তথ্যাবলি পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ওয়েবসাইটে www.bncc.gov.bd পাওয়া যাবে ।
(৪) আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলিঃ
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://bncc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।
(খ) bncc Job Circular 2020 আবেদনের সময়সীমা নির্ধারণঃ
*** অনলাইনে আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়ঃ ২২/১১/২০২০ সকাল ০৯.০০ টা ।
*** অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২১/১২/২০২০ বিকাল ৫.০০ টা পর্যন্ত ।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
(গ) চাকরির খবর অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্য ৩০০ ) Pixel ও স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্য ৮০ ) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে । ছবির সাইজ সর্ব্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্ব্বোচ্চ 60 KB হতে হবে ।
(ঘ) প্রার্থী Online এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষন করবেন ।
(ঙ) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটে চাকরি । প্রার্থীগণ নির্ভুলভাবে আবেদন ফরম পুরণ করে User ID এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy Download করে সংরক্ষন করবেন । হার্ট কপিতে User ID নম্বর দিয়ে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SmS দিয়ে পরীক্ষার ফি Send করতে হবে । ( অনধিক ৭২ ঘন্টার মধ্যে )
SMS পাঠানোর নিয়মাবলিঃ
প্রথম SMS: BNCC<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
Example: BNCC ABCDEF
Reply আসবে এরকমঃ Applicants Name,TK.112.00/56.00 will be charged as application fee.Your PIN is 12345678.To Pay fee Type BNCC <Space>Yes<Space>PIN and Send to 16222 .
দ্বিতীয় SMS: BNCC <Space>YES<Space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে ।
Example: BNCC YES 12345678
Reply: Congratulations Applicants Name,payment completed successfully for BNCC Application for xxxxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bncc.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে ) যথাসময়ে জানানো হবে । মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পন্ন করা হবে বিধায় সার্বক্ষনিক নম্বরটি সচল রাখতে হবে ।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর,পদের নাম,ছবি,পরীক্ষার তারিখ,সময় ,ও স্থানের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন
আবেদন করার জন্য নিচের Apply Now বাটনে ক্লিক করুন ।
Job Discuss Today
Leave a Reply