bof jobs circular 2020
Bangladesh Ordnance Factory
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৩১ জনের চাকরি
পদের নাম, বেতন স্কেল |
পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | |
---|---|---|---|
সিনিয়র টেকনিশিয়ান ১০,২০০-২৪,৬৮০/- |
৪ জন | ন্যূনতম জেএসসি পাশ । শারীরিক যোগ্যতাঃ উচ্চতা-সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি,বুকের মাপ- ৩০/৩২ ইঞ্চি । দৃষ্টি শক্তি-৬/৬ । কোন দূরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই এ নির্বাচন করা হবে না । অধিক উচ্চতা,শহীদ পরিবার,ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার । | |
গেইট ইন্সপেক্টর ১০,২০০-২৪,৬৮০/- |
৩ জন | স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ । ঢাকা,নারায়নগঞ্জ,হবিগঞ্জ,জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন | |
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০-২২,৪৯০/- |
১৪ জন | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে টাইপিং | |
গোডাউন কিপার ৯,৩০০-২২,৪৯০/- |
৩ জন | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ । বগুড়া,কুষ্টিয়া,মৌলভীবাজার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন । | |
ড্রাইভার ৯,৩০০-২২,৪৯০/- |
৬ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । ভারী যানবাহন চালনার লাইসেন্সপ্রাপ্ত । ঢাকা,নারায়নগঞ্জ,জামালপুর,টাঙ্গাইল,চট্টগ্রাম,নোয়াখালী,ফেনী,কুমিল্লা,চাঁদপুর,কক্সবাজার,রাঙ্গামাটি,সুনামগঞ্জ,সিলেট,মৌলবীবাজার কুড়িগ্রাম,বগুড়া,পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন | |
স্কীল্ড টেকনিশিয়ান ৯,০০০-২১,৮০০/- |
২ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেডে ৮ বৎসরের চাকুরীর অভিজ্ঞতা । ঢাকা,মৌলবীবাজার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন | |
টেকনিশিয়ান ৮,৮০০-২১,৩১০/- |
৩ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেডে ৬ বৎসরের চাকুরীর অভিজ্ঞতা । মৌলবীবাজার,সিরাজগঞ্জ,চাঁদপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন | |
মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ৮,৫০০-২০,৫৭০/- |
২ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । চট্টগ্রাম,সিরাজগঞ্জ,জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। | |
জুনিয়র টেকনিশিয়ান ৮,৫০০-২০,৫৭০/- |
৫৮ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কারিগরি বিষয়ে সার্টিফিকেটপ্রাপ্ত । ঢাকা,নারায়নগঞ্জ,চট্টগ্রাম,কক্সবাজার,নোয়াখালী,সিলেট,সুনামগঞ্জ,মৌলভীবাজার,সিরাজগঞ্জ,নীলফামারী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন | |
ফায়ারম্যান ৮,৫০০-২০,৫৭০/- |
৩ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । উচ্চতা ৫ ফুট-৬ ইঞ্চি । চট্টগ্রাম,কক্সবাজার,মৌলভীবাজর,জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন | |
টেকনিক্যাল হেলপার ৮,২৫০-২০,০১০/- |
২২ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । ঢাকা,মাদারীপুর,কিশোরগঞ্জ,চট্টগ্রাম,কুমিল্লা,যশোর,বরিশাল,পিরোজপুর,জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন | |
দারোয়ান/গেইট গার্ড ৮,২৫০-২০,০১০/- |
২ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । উচ্চতা ৫ ফুট-৬ ইঞ্চি । চাঁদপুর,হবিগঞ্জ,জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন | |
লেবার ৮,২৫০-২০,০১০/- |
৫ জন | অষ্টম শ্রেণী উত্তীর্ণ । গোপালগঞ্জ,পঞ্চগড়,নওগাঁ,দিনাজপুর,বগুড়া,জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন | |
ক্লিনার ৮,২৫০-২০,০১০/- |
৪ জন | অষ্টম শ্রেণী উত্তীর্ণ । মুন্সীগঞ্জ,কক্সবাজার,সাতক্ষীরা,চুয়াডাজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন |
আবেদনের শর্তাবলীঃ আবেদনকারীর বয়স ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর । মুক্তিযোদ্ধা ও শারীরিকে প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর । নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশিত সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরন করা হবে । সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে ।
www.bof.gov.bd
(১) চাকরির খবর / নিয়োগ বিজ্ঞপ্তির ১-১০ নং পদের জন্য ১১২/- টাকা এবং ১১-১৪ নং পদের জন্য ৫৬/- টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে ।
(২) মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র /সনদ এর মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি ১ সেট দাখিল করতে হবে । আবেদনের প্রিন্ট কপিসহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে । চেয়ারম্যান/কাউন্সিলর /মেয়র/কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র এবং প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদ্ত্ত চারিত্রিক সনদপত্র । মুক্তিযোদ্ধা সংক্রান্ত সনদপ্রত্যয়নপত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত হতে হবে । শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে উপর্যউক্ত কর্তৃপক্ষের প্র্রত্যয়নপত্র । মহিলা কোটা ব্যতিত অন্যান্য কোটা দাবির সমর্তনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ । প্রমানপত্রের সত্যায়িত ছায়ালিপি । জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
(৩) ফরম পূরণ,জমাদানের অন্যন্য প্রযোজ্য ও তথ্যাবলি পূর্ণাঙ্গ নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে www.bof.gov.bd পাওয়া যাবে ।
(৪) আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলিঃ
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://bof.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।
(খ) bof jobs circular 2020 আবেদনের সময়সীমা নির্ধারণঃ
*** অনলাইনে আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়ঃ ১০/১১/২০২০ সকাল ১০.০০ টা ।
*** অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১০/১২/২০২০ বিকাল ৫.০০ টা পর্যন্ত ।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
(গ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্য ৩০০ ) Pixel ও স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্য ৮০ ) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে । ছবির সাইজ সর্ব্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্ব্বোচ্চ 60 KB হতে হবে ।
(ঘ) প্রার্থী Online এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষন করবেন ।
(ঙ) প্রার্থীগণ নির্ভুলভাবে আবেদন ফরম পুরণ করে User ID এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy Download করে সংরক্ষন করবেন । হার্ট কপিতে User ID নম্বর দিয়ে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SmS দিয়ে পরীক্ষার ফি Send করতে হবে । ( অনধিক ৭২ ঘন্টার মধ্যে )
SMS পাঠানোর নিয়মাবলিঃ
প্রথম SMS: BOF<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
Example: BOF ABCDEF
Reply আসবে এরকমঃ Applicants Name,TK.112./56.00 will be charged as application fee.Your PIN is 12345678.To Pay fee Type BOF<Space>Yes<Space>PIN and Send to 16222 .
দ্বিতীয় SMS: BOF<Space>YES<Space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে ।
Example: BOF YES 12345678
Reply: Congratulations Applicants Name,payment completed successfully for BOF Application for xxxxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bof.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে ূSMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে ) যথাসময়ে জানানো হবে । মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পন্ন করা হবে বিধায় সার্বক্ষনিক নম্বরটি সচল রাখতে হবে ।
আবেদন করার জন্য নিচের Apply Now বাটনে ক্লিক করুন ।
Job Discuss Today
Leave a Reply