পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ
Family Planning Jobs Circular 2020
পদ সংখ্যা ১৫৬২ জন
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে শূন্যপদ গুলোতে জনবল নিয়োগ – ৩৬ টি পদে মোট ১৫৬২ জন নিয়োগ দেবে । আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহব্বান করছে । উক্ত পদগুলোতে নারী -পুরুষ উভয় আবেদন করতে পারবেন । যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন । আগ্রহী প্রার্থীরা অনলাইনে চাকরির আবেদন করতে পারবেন ।
পদের নাম, বেতন স্কেল |
পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|
ফার্মাসিস্ট ১২৫০০-৩০২৩০/- |
২৭৫ জন | কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত । |
মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) ১২৫০০-৩০২৩০/- |
১৪৮ জন | কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব)বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি । |
মেডিকেল টেকনোলজিস্ট(রেডিও) ১২৫০০-৩০২৩০/- |
০২ জন | কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট(রেডিও)বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি । |
হেলথ এডুকেটর ১২৫০০-৩০২৩০/- |
০১ জন | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীব বিজ্ঞান অনুষদভুক্ত যে কোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোন ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ ডিগ্রি । |
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ১১০০০-২৬৫৯০/- |
০৩ জন | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি । কম্পিউটার ব্যবহারে দক্ষতা,সাঁটলিপিতে ইংরেজিতে ৮০ শব্দ বাংলায় ৫০ শব্দ প্রতিমিনিটে । মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের ব্যবহার প্রতিমিনিটে । লিখিত পরীক্ষায় সাঁটলিপিকার ও মুদ্রাক্ষরে টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন । |
কম্পিউটার অপারেটর ১১০০০-২৬৫৯০/- |
০১ জন | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি । কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতিমিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের ব্যবহার এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Testএ উত্তীর্ণ হতে হবে । |
ফিল্ড ট্রেইনার ১১০০০-২৬৫৯০/- |
০১ জন | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান বা সমাজ কল্যাণ বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেনীর স্নাতক ডিগ্রি,সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। |
প্রধান সহকারি ১১০০০-২৬৫৯০/- |
০১ জন | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেনীর স্নাতক ডিগ্রি বা সিজিপিএ,কম্পিউটার ব্যবহারে দক্ষতা। |
হিসাব রক্ষক ১১০০০-২৬৫৯০/- |
০৩ জন | বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেনীর স্নাতক ডিগ্রি বা সিজিপিএ,হিসাব ও নিরীক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে । |
উচ্চমান সহকারী ১০২০০-২৪৬৮০/- |
০১ জন | স্নাতক ও সমমানের ডিগ্রি । |
গবেষণা সহকারি ১০২০০-২৪৬৮০/- |
০২ জন | দ্বিতীয় শ্রেনীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং পরিসংখ্যান, গবেষণা ইত্যাদি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রধীকার দেয়া হবে । |
সাঁট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ১০২০০-২৪৬৮০/- |
৪০ জন | অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি । কম্পিউটার ব্যবহারে দক্ষতা সাঁটলিপি প্রতিমিনিটে ইংরেজিতে ৭০ শব্দ, বাংলায় ৪৫ শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ , এবং লিখিত পরীক্ষায় ও সাঁটলিপি এবং মুদ্রাক্ষরে টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মোখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে । |
পরিসংখ্যান সহকারী ১০২০০-২৪৬৮০/- |
০৫ জন | পরিসংখ্যান বিষয় সহ স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রিসহ পরিসংখ্যান কাজে বাস্তব অভিজ্ঞতা । |
গুদাম রক্ষক ১০২০০-২৪৬৮০/- |
০৫ জন | স্নাতক ও সমমানের ডিগ্রি । |
কোষাধ্যক্ষ ১০২০০-২৪৬৮০/- |
০৬ জন | বাণিজ্য বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি । |
সহকারী লাইব্রেরিয়ান ১০২০০-২৪৬৮০/- |
০২ জন | গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা বা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি । এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা । |
ই.পি.আই টেকনিশিয়ান ১০২০০-২৪৬৮০/- |
০১ জন | বিজ্ঞান বিভাগে ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেনীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ই.পি.আই সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা । |
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯৩০০-২২৪৯০/- |
১৫৯ জন | অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । কম্পিউটার ব্যবহারে দক্ষতা । কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতিমিনিটে ইংরেজি ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং লিখিত পরীক্ষায় এবং মুদ্রাক্ষরে টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় বিবেচিত হবে । |
টেলিফোন অপারেটর ৯৩০০-২২৪৯০/– |
০২ জন | উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা । |
ডাটা এন্ট্রি অপারেটর ৯৩০০-২২৪৯০/- |
০১ জন | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে । |
ওয়ার্ড মাস্টার ৯৩০০-২২৪৯০/- |
০২ জন | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা । |
লিলেন কিপার ৯৩০০-২২৪৯০/- |
০২ জন | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা । |
ইন্সট্রুমেন্ট টেকার ৯৩০০-২২৪৯০/- |
০২ জন | ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ট্রেড এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ( ভোকেশনাল ) পরীক্ষায় উত্তীর্ণ । |
টিকেট ক্লার্ক ৯৩০০-২২৪৯০/- |
০৪ জন | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা । |
স্টেরিলাইজার কাম মেকানিক ৯৩০০-২২৪৯০/- |
০২ জন | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেডকোর্স থাকতে হবে । |
কিচেন সুপারভাইজার ৯৩০০-২২৪৯০/- |
০১ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । |
রেকর্ড কিপার ৯৩০০-২২৪৯০/- |
০১ জন | দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষনপ্রাপ্ত । |
কার্ডিওগ্রাফার ৯৩০০-২২৪৯০/- |
০১ জন | সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সসহ উচ্চ মাধ্যমিক / সমমান পাশ । |
গাড়ীচালক(ভারী লাইসেন্স) ৯৭০০-২৩৪৯০/- হালকা লাইসেন্স ৯৩০০-২২৪৯০/- |
৩৪ জন | ৮ম শ্রেনী বা সমমান পাশ। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার । |
ইলেকট্রিশিয়ান ৮৮০০-২১৩১০/- |
০১ জন | ইলেকট্রিক্যাল ট্রেড এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ । |
অফিস সহায়ক ৮২৫০-২০০১০/- |
৪০৪ জন | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । |
এম,এল,এস,এস/ নিরাপত্তা প্রহরী ৮২৫০-২০০১০/- |
৩৭৪ জন | ৮ম শ্রেনী বা সমমান পাশ । |
নিরাপত্তা প্রহরী ৮২৫০-২০০১০/- |
০৯ জন | ৮ম শ্রেনী বা সমমান পাশ । |
ওয়াচ ম্যান ৮২৫০-২০০১০/- |
০১ জন | ৮ম শ্রেনী বা সমমান পাশ । |
কুক হেলপার ৮২৫০-২০০১০/- |
০১ জন | ৮ম শ্রেনী বা সমমান পাশ তবে এসএসসি সমমান পাশ প্রার্থীদের অগ্রাধিকার । |
পরিচ্ছন্নতাকর্মী ৮২৫০-২০০১০/- |
৬৪ জন | ৮ম শ্রেনী বা সমমান পাশ । |
Directorate-General-of-Family-Planning-Jobs-2020 নিম্নে পদের বিস্তারিত তথ্য এবং অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া হলোঃ
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ –আবেদনের নিয়মাবলী ও শর্তাবলীঃ
(১) বয়স ২৫/০৩/২০২০ তারিখে ১৮-৩০ বছর । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে ১৮-৩২ বছর । বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয় ।
(২) চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে আবেদন করতে হবে । এবং অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে ।
(৩) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ,উচ্চমান সহকারি ,সাঁটমুদ্রাক্ষর কাম-কম্পিউটার অপারেটর,অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য ।
(৪)পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ এর ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধি-বিধান ও কোটা নীতি অনুসরন করা হবে ।
(৫) নিয়োগ বিজ্ঞপ্তির ১-২৯ নং পদের জন্য ১১২/- টাকা এবং ৩০-৩৬ পদের জন্য ৫৬/- টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে ।
(৬) মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র /সনদ এর মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি ১ সেট দাখিল করতে হবে । যেমন; সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র,নাগরিকত্বের সনদপত্র,মুক্তিযোদ্ধা কোটা থাকলে তার সনদপত্র,শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ,পুত্র-কন্যাদের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ,মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক প্রদত্ত সনদ, গেজেট,লাল মুক্তি বার্তার সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে । জাতীয় পরিচয়পত্রের /জন্ম সনদের সত্যায়িত অনুলিপি,অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি । গাড়িচালকদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি ।
(৭)পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফরম পূরণ,ও জমাদানের অন্যন্য প্রযোজ্য ও তথ্যাবলি পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইট https://job.kaziitzone.com এ পাওয়া যাবে । চাকরির খবর (Chakrir Khobor) ।
(৮) DGFP আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলিঃ
(ক) পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dgfp.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।
(খ) আবেদনের সময়সীমা নির্ধারণঃ
*** অনলাইনে আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়ঃ ০৯/১১/২০২০ সকাল ১০.০০ টা ।
*** অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩০/১১/২০২০ বিকাল ৫.০০ টা পর্যন্ত ।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
(গ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্য ৩০০ ) Pixel ও স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্য ৮০ ) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে । ছবির সাইজ সর্ব্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্ব্বোচ্চ 60 KB হতে হবে ।
(ঘ) প্রার্থী Online এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষন করবেন ।
(ঙ) প্রার্থীগণ নির্ভুলভাবে আবেদন ফরম পুরণ করে User ID এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy Download করে সংরক্ষন করবেন । হার্ট কপিতে User ID নম্বর দিয়ে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS দিয়ে পরীক্ষার ফি Send করতে হবে । ( অনধিক ৭২ ঘন্টার মধ্যে )
SMS পাঠানোর নিয়মাবলিঃ
প্রথম SMS: DGFP<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
Example: DGFP ABCDEF
Reply আসবে এরকমঃ Applicants Name,TK.112/56.00 will be charged as application fee.Your PIN is 12345678.To Pay fee Type DGFP<Space>Yes<Space>PIN and Send to 16222 .
দ্বিতীয় SMS: DGFP<Space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
Example: DGFP YES 12345678
Reply: Congratulations Applicants Name,payment completed successfully for DGFP Application for xxxxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dgfp.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে ূSMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে ) যথাসময়ে জানানো হবে । মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পন্ন করা হবে বিধায় সার্বক্ষনিক নম্বরটি সচল রাখতে হবে ।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর,পদের নাম,ছবি,পরীক্ষার তারিখ,সময় ,ও স্থানের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন ।
Job Discuss Today
[…] চাকরির বিস্তারিত বিজ্ঞাপনঃ দেখতে ভিজিট করুন […]
Thanks for the news