ntrca job circular 2020
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের জন্য নিম্ন লিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে । পদের পার্শ্বে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা,বয়সসীমা ও বেতনক্রম উল্লেখ করা হলোঃ
পদের নাম, বেতন স্কেল |
পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|
অফিস সুপারিনটেনডেন্ট ১১০০০-২৬৫৯০/- |
১ জন | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক ডিগ্রি । |
হিসাবরক্ষক ১০২০০-২৪৬৮০/- |
১ জন | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং সরকারি /আধা সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থার হিসাবরক্ষণ কাজে চাকুরীর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে । |
স্টোর কিপার ১০২০০-২৪৬৮০/- |
১ জন | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি । |
সাধারন জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ
ঢাকা,মানিকগঞ্জ,মুন্সীগঞ্জ,নারায়নগঞ্জ,নরসিংদী,গোপালগঞ্জ,রাজবাড়ী,শরীয়তপুর,কিশোরগঞ্জ,ময়মনসিংহ,
জামালপুর,চট্ট্রগাম,বান্দবন,কক্সবাজার,ব্রাম্মণবাড়িয়া,কুমিল্লা,খাগড়াছড়ি,ফেনী,নোয়াখালী,লক্ষীপুর,
রাঙ্গামাটি,রাজশাহী,জয়পুরহাট,নওগা,বগুরা,রংপুর,লালমনিরহাট,দিনাজপুর,পঞ্চগড়,খুলনা,নড়াইল,
বাগেররহাট,সাতক্ষীরা,চুয়াডাঙ্গা,মেহেরপুর,পিরোজপুর,পটুয়াখালী,সিলেট,মৌলভীবাজার,সুনামগঞ্জ,হবিগঞ্জ ।
(1) নিয়োগ বিজ্ঞপ্তির ১ হতে ৩ নং পদের জন্য ১১২/- টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে ।
(2) মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র /সনদ এর মূলকপি প্রদর্শনপূর্বক দাখিল করতে হবে । যেমন; সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র,নাগরিকত্বের সনদপত্র,মুক্তিযোদ্ধা কোটা থাকলে তার সনদপত্র,শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ,পুত্র-কন্যাদের ক্ষেত্রে – সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটিকর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে । জাতীয় পরিচয়পত্রের /জন্ম সনদের সত্যায়িত অনুলিপি,অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি । এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটিকর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ ।
(3) ফরম পূরণ,জমাদানের অন্যন্য প্রযোজ্য ও তথ্যাবলি পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে www.ntrca.gov.bd পাওয়া যাবে ।
(4) লিখিত,মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য কোন প্রকার টি.এ / ডি.এ প্রদান করা হবে না ।
(5) আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলিঃ
(i) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://ntrcar.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।
(ii) আবেদনের সময়সীমা নির্ধারণঃ
*** অনলাইনে আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়ঃ ০৫/১১/২০২০ সকাল১১.০০
টা ।
*** অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৫/১১/২০২০ বিকাল ৫.০০ টা পর্যন্ত ।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
(iii) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্য ৩০০ ) Pixel ও স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্য ৮০ ) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে । ছবির সাইজ সর্ব্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্ব্বোচ্চ 60 KB হতে হবে ।
(iv) প্রার্থী Online এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষন করবেন ।
(v) চাকরির খবর ( Chakrir Khobor) প্রার্থীগণ নির্ভুলভাবে আবেদন ফরম পুরণ করে User ID এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy Download করে সংরক্ষন করবেন । হার্ট কপিতে User ID নম্বর দিয়ে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SmS দিয়ে পরীক্ষার ফি Send করতে হবে । ( অনধিক ৭২ ঘন্টার মধ্যে )
SMS পাঠানোর নিয়মাবলিঃ
প্রথম SMS: NTRCAR<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
Example:NTRCAR ABCDEF
Reply আসবে এরকমঃ Applicants Name,TK.112 will be charged as application fee.Your PIN is 12345678.To Pay fee Type NTRCAR<Space>Yes<Space>PIN and Send to 16222 .
দ্বিতীয় SMS: NTRCAR<Space>YES<Space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে ।
Example: NTRCAR YES 12345678
Reply: Congratulations Applicants Name,payment completed successfully for NTRCAR Application for xxxxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).
(vi) ntrca job circular 2020 প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ntrcar.teletalk.com.bd/ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে ) যথাসময়ে জানানো হবে । মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পন্ন করা হবে বিধায় সার্বক্ষনিক নম্বরটি সচল রাখতে হবে ।
(vii) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর,পদের নাম,ছবি,পরীক্ষার তারিখ,সময় ,ও স্থানের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন ।
Job Discuss Today
ধন্যবাদ।