RAKUB Job Circular 2020

RAKUB Job Circular 2020

পদ সংখ্যা ৩১৬ জন

Rajshahi Krishi Unnayan Bank(RAKUB)

চাকরির খবর (Chakrir Khobor)অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদনক্রমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহব্বান করা যাচ্ছেঃ

পদের নাম,
বেতন স্কেল
পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
কম্পিউটার আপারেটর
১২,৫০০-৩০,২৩০/-
৩২ জন দ্বিতীয় শ্রেনির বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;কম্পিউটার বিষয়ে ১ বৎসরের ডিপ্লোমাসহ সংশ্লিস্ট কাজে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা;এবং কম্পিউটার স্ট্যান্ডার্ড এ্যাপটিচিউড টেস্টে উত্তির্ণ ।
ক্যাশিয়ার
১১,০০০-২৬,৫৯০/-
১২২ জন দ্বিতীয় শ্রেনির বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ।
ডাটা এন্ট্রি
৯,৩০০-২২,৪৯০/-
১৪৬ জন স্নাতক বা সমমানের ডিগ্রি;কম্পিউটার বিষয়ে ১ বৎসরের ডিপ্লোমাসহ সংশ্লিস্ট কাজে ১ বৎসরের বাস্তব অভিজ্ঞতা;এবং কম্পিউটার স্ট্যান্ডার্ড এ্যাপটিচিউড টেস্টে উত্তির্ণ ।
টেলিফোন আপারেটর
৯,৩০০-২২,৪৯০/-
০২ জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোন পরিক্ষায় উত্তির্ণ হতে হবে ।
ড্রাইভার
৯,৩০০-২২,৪৯০/-
১১ জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোন পরিক্ষায় উত্তির্ণ;এবং বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় ৩ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ।
ইলেকট্রিশিয়ান
৮,৮৮০-২১,৩১০/-
৩ জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোন পরিক্ষায় উত্তির্ণ;এবং সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত ট্রেড সার্টিফিকেটপ্রাপ্ত ।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি । ক্রমিক ৫ নং পদের জন্য নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, রংপুর, কুরিগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন ।

বিঃদ্রঃ গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষামন্ত্রনালয়ের ০২.০৩.২০১০তারিখের শিম শাঃ১১/১৯/২০০৭/১৭৪ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নির্ধারিত হবে ।

RAKUB Job Circular 2020 এর আবেদনের প্রয়োজনীয় তথ্যাবলি ও নিয়মাবলীঃ

(১) এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরিক্ষায় ফলাফলের ক্ষেত্রে-

জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম অথ্যাৎ দ্বিতীয় বিভাগ

জিপিএ ২.০০ থেকে ২.০০ এর কম অথ্যাৎ তৃতীয় বিভাগ

(২) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কতৃক প্রদত্ত সিজিপিএ এ ক্ষেত্রে-

অর্জিত সিজিপিএ – সমতূল্য শ্রেণী বা বিভাগ

৪.০০ পয়েন্ট স্কেলে – ৫.০০ পয়েন্ট স্কেলে

৩.০০ বা তদূধ্ব – ৩.৭৫ বা তদূধ্ব – ১ম শ্রেণী বা বিভাগ

২.২৫ বা তদূধ্ব কিন্ত ৩.০০ এর কম – ২.৮১৩ বা তদূধ্ব কিন্ত ৩.৭৫ এর কম – ২ম শ্রেণী বা বিভাগ

১.৬৫ বা তদূধ্ব কিন্ত ২.২৫ এর কম – ২.০৬৩ বা তদূধ্ব কিন্ত ২.৮১৩ এর কম – ৩ম শ্রেণী বা বিভাগ

আবেদন ফরম পূরন এবং পরিক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অত্যাবশ্যকীয়ভাবে অনুসরনীয় হবে-

(৪) চাকরির খবর (Chakrir Khobor) নিয়োগ বিজ্ঞপ্তির প্রত্যেক পদের জন্য পরিক্ষার আবেদন ফি বাবদ ১০০/-(টাকা); টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২.০০ টাকা ।

(৫)ক্রমিক নম্বর ৪, ৫, এবং ৬-এ বর্ণিত পদ ব্যাতিত অন্যান্য পদে নিয়োগপ্রাপ্তদের রাকাবের গ্রামীন শাখায় বাধ্যতামূলকভাবে কমপক্ষে ৩ ( তিন)  বছর চাকরি করতে হবে। মহিলা প্রার্থীগন আবেদনের সময় স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা ব্যাবহার করে আবেদন করতে পারবেন ।

(৬) মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী ব্যাতিত ক্ষেত্রে ১৮-৩২ বছর; মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র/কন্যা ব্যাতিত ক্ষেত্রে ১৮-৩০ বছর;

(৭) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি , সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদের ( রাকাবসহ) যথাযথ কতৃপক্ষের কাছে অনুমতি নিয়ে আবেদন করতে হবে ।

(৮) আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলিঃ

(ক) পরিক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক ব্যাক্তি http://rakub.teletalk.com.bd/ এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরন করতে পারবেন।

(খ) আবেদনের সময়সীমা নির্ধারণঃ

*** অনলাইনে আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়ঃ ০১/১১/২০২০ সকাল ১০.০০ টা ।

*** অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২০/১১/২০২০ বিকাল ৫.০০ টা পর্যন্ত ।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।

(গ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্য ৩০০ ) Pixel ও স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ্য ৮০ ) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে । ছবির সাইজ সর্ব্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্ব্বোচ্চ 60 KB হতে হবে ।

(ঘ) প্রার্থী Online এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষন করবেন ।

(ঙ) প্রার্থীগণ নির্ভুলভাবে আবেদন ফরম পুরণ করে User ID এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy  Download করে সংরক্ষন করবেন । হার্ট কপির User ID নম্বর দিয়ে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS দিয়ে পরীক্ষার ফি Send  করতে হবে । ( অনধিক ৭২ ঘন্টার মধ্যে )

SMS পাঠানোর নিয়মাবলিঃ

প্রথম SMS: RAKUB<space>User ID লিখে ১৬২২২ নম্বরে send করতে হবে ।

Example: RAKUB ABCDEF

Reply আসবে এরকমঃ Applicants Name,TK.112 will be charged as application fee.Your PIN is 12345678.To Pay fee Type RAKUB<Space>Yes<Space>PIN  and Send to 16222 .

দ্বিতীয় SMS: RAKUB<space>yes<space>PIN লিখে ১৬২২২ নম্বরে send করতে

Example: RAKUB YES 12345678

Reply: Congratulations Applicants Name,payment completed successfully for RAKUB Application for xxxxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://rakub.teletalk.com.bd/ এবং প্রার্থীর মোবাইল ফোনে ‍SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে ) যথাসময়ে জানানো হবে । মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পন্ন করা হবে বিধায় সার্বক্ষনিক নম্বরটি সচল রাখতে হবে ।

(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর,পদের নাম,ছবি,পরীক্ষার তারিখ,সময় ,ও স্থানের নাম ইত্যাদি তথ্য  সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন ।

(জ) RAKUB Job Circular 2020. একই প্রবেশপত্র দিয়ে লিখিত ও মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হবে  । প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত পরিক্ষায় উত্তির্ণ হলে মৈখিক পরিক্ষায় প্রদর্শন করতে পারবেন ।শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নোক্ত পদ্ধতি ব্যাবহার করে নিজ নিজ  User ID এবং Password পুনরূদ্ধার করতে পারবেন । User ID জানা থাকলে RAKUB<space>Help<space>User<space> User ID & send to 16222. PIN Number জানা থাকলে RAKUB <space>Help<space>PIN<space> PIN Number & send to 16222. অনলাইন আবেদন করতে কোন সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vasquery@teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে ।

তাই যোগ্যতা থাকলে এখান থেকেই আপনিও এখনি Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে পারেন ।

One response to “RAKUB Job Circular 2020”

  1. চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ চাকরির খবর