সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি
পদ সংখ্যা ১০৬ জন
Ministry of Social Welfare Job Circular 2020
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৩ টি পদে মোট ১০৬ জন নিয়োগ দেবে । অবশ্যই আগ্রহী প্রার্থীকে উল্লেখিত থেরাপিস্ট বিষয়ে এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে । যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে । বিস্তারিত দেখতে চাকরির খবর (Chakrir Khobor) । নিম্নে আবেদনের নিয়মাবলি দেওয়া হলোঃ
পদের নাম, বেতন স্কেল |
পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|
ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ২৪,৭০০/- |
৭ জন | ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি সহ এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে । |
ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ২৪,৭০০/- |
৫১ জন | ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রিসহ এক বছরের ইন্টার্ণশিপ থাকতে হবে । |
ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট ২৪,৭০০/- |
৪৮ জন | ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে । |
***সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি ***আবেদনের নিয়মাবলিঃ
(১) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তৃতীয় শ্রেনী ( জিপিএ-২ এর নিচে ) গ্রহনযোগ্য হবে না ।
(২) Social welfare job circular 2020 আবেদনের প্রয়োজনীয় বিষয়সমূহঃ
(ক) পদের নাম
(খ) বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ
(গ) প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজিতে )
(ঘ) জাতীয় পরিচয়পত্রের নম্বর
(ঙ) জন্ম নিবন্ধন সনদের নম্বর ও তারিখ
(চ) জন্ম তারিখ
(ছ) বয়স ২৫ মার্চ ২০২০ পর্যন্ত
(জ) মাতার নাম
(ঝ) পিতার নাম
(ঞ) বর্তমান ঠিকানা
(ট) স্থায়ী ঠিকানা
(ঠ) পত্র যোগাযোগের ঠিকানা,মোবাইল/টেলিফোন নম্বর ও ই-মেইল ( যদি থাকে )
(ড) ধর্ম
(ঢ) শিক্ষাগত যোগ্যতা ,পাশের সন ,বিষয়,প্রাপ্ত বিভাগ/শ্রেণী/গ্রেড
(ণ) পোস্টাল অর্ডার নম্বর উল্লেখ করে সাদা কাগজে আবেদন করতে হবে ।
(৩) আবেদনের সাথে প্রার্তীর নিজের নাম ও বর্তমান ঠিকানা সম্বলিত ১০ টাকার অব্যবহৃত স্ট্যাম্পযুক্ত একটি ৯” x ৪” সাইজের ফেরত খাম ।
(৪) পাসপোর্ট সাইজের সদ্যতোলা তিন কপি রঙ্গিন ছবি এবং সকল সনদপত্রের কপি ,প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে ।
(৫) সরকারি আধাসরকারি না স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।
(৬) মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদ প্রদর্শন করতে হবে ।
(৭) আবেদনপত্র ৩০/১১/২০২০ বিকাল ৫.০০ টার মধ্যে উপসচিব,প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা ) সমাজকল্যাণ মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা বরাবর পৌঁছাতে হবে ।
(৮) খামের উপর পদের নাম লিখতে হবে ।
(৯) আবেদনের সাথে ১০০/- টাকার অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার ,উপসচিব,প্রশাসন-৫(প্রশাসন ওশৃঙ্খলা) ,সমাজকল্যাণ মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা বরাবর প্রদান করতে হবে ।
(১০) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি । একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না ।
প্রতিদিনের চাকরির খবর পেতে https://job.kaziitzone.com/ ভিজিট করুন চাকরির খবর (Chakrir Khobor)
Job Discuss Today
Leave a Reply